বাংলাদেশ ছিল প্রকৃতির আশীর্বাদে গড়া এক স্বর্ণভূমি—
সুজলা, সুফলা, শস্য-শ্যামলা।
মানুষের জন্য, মানবতার জন্য,
স্বপ্ন দেখার জন্য জন্ম নেওয়া এক দেশ।
কিন্তু ইতিহাসের নিষ্ঠুর পরিহাস—
এই স্বর্ণভূমির ভাগ্য এসে পড়ল
অযোগ্য নেতৃত্ব, সংকীর্ণ চিন্তা
আর ক্ষমতার লোভে অন্ধ কিছু মানুষের হাতে।
যেখানে শিক্ষা হার মানল অন্ধ আনুগত্যের কাছে,
বিবেক চাপা পড়ল উগ্রতার শব্দে,
আর ধর্ম—মানবিকতার আশ্রয় না হয়ে—
ক্ষমতার অস্ত্রে রূপ নিল।
একদিন যে দেশ স্বাধীনতার স্বপ্ন দেখেছিল,
সে ধীরে ধীরে পরিণত হলো
কারও প্রভাবাধীন, কারও দাসত্বে আবদ্ধ এক ভূখণ্ডে।
কখনও পাকিস্তানের ছায়ায়,
আজ আবার বৈশ্বিক শক্তির দাবার বোর্ডে।
চীন, আমেরিকা—সবাই খেলছে তাদের খেলা,
কারণ ভেতরের দরজাগুলো খুলে দিয়েছে
নিজেরাই।
এটা শুধু একটি দেশের পতন নয়,
এটা মানবতার ক্ষয়।
যে মাটিতে ফসল ফলার কথা ছিল,
সেখানে জন্ম নিচ্ছে অবিশ্বাস।
যে আকাশে গান ওঠার কথা ছিল,
সেখানে আজ ভেসে বেড়াচ্ছে হাহাকার।
একটি দেশ একদিনে মরে না।
সে মরে ধীরে—
যখন সত্য বলা অপরাধ হয়ে দাঁড়ায়,
শিক্ষা তুচ্ছ হয়ে যায়,
আর বিশ্বাস ব্যবহৃত হয় মানুষের বিরুদ্ধে।
এই শোক কেবল বাংলাদেশের নয়—
এই শোক আমাদের সকলের।

